হোম জাতীয় রশিদ আছে, গরু নেই; চোর সন্দেহে আটক পাঁচ

জাতীয় ডেস্ক :

নীলফামারীর ডোমারে গভীর রাতে ট্রাক নিয়ে ঘোরাফেরার সময় চোর সন্দেহে পাঁচজনকে আটক করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছে গরু ক্রয়ের আটটি রশিদ পাওয়া গেলেও সঙ্গে কোনো গরু ছিল না।

বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এরা হলেন: জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের সানা উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও মিন্টু (২৪), অহিদুল ইসলামের ছেলে নাজমুল (২১), আলতাফ হোসেনের ছেলে আমিনুর (৩৫) এবং গোলনা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৩৩)।

ধর্মপাল ইউপি সদস্য বনোমালী রায় জানান, রাত অনুমান ৩টার দিকে একটি মিনি ট্রাক নিয়ে আটক ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এতে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে এলাকাবাসী। এসময় পালানোর চেষ্টা করলে তাদের আটক করে ডোমার থানায় খবর দেন স্থানীয়রা। আটকদের কাছে আটটি গরু ক্রয়ের রশিদ পাওয়া গেলেও তাদের কাছে কোনো গরু ছিল না।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, একটি মিনি ট্রাকসহ পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আটকদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন