স্পোর্টস ডেস্ক:
বয়স ২৫ পূর্ণ হয়েছে আফগান ক্রিকেটার রশিদ খানের। বুধবার (২০ সেপ্টেম্বর) তার ২৪তম জন্মদিন। জন্মদিনেই তাকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রশিদকে দলে নেয়ার বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছে কুমিল্লা। ওই স্ট্যাটাসে তারা লিখেছে, ‘রশিদ খান, গুগলি কিং আরও একবার কুমিল্লার রঙে রাজ করবেন।’
কুমিল্লার হয়ে এর আগেও খেলেছেন রশিদ। ২০১৬ সালের পর ২০১৭ সালের আসরেও কুমিল্লার হয়ে খেলেন তিনি।
শুধু রশিদ না, প্রতিবারের মতো বেশ কয়েকজন বড় তারকাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। বর্তমান চ্যাম্পিয়নরা এরই মধ্যে মুস্তাফিজুর রহমান, লিটন দাস এবং পাক উইকেটরক্ষক রিজওয়ানকে ধরে রাখার কথা জানিয়েছে। ধরে রেখেছে দুই ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকেও।
তালিকায় যুক্ত হয়েছে আরও একটি হেভিওয়েট নাম। আগামী মৌসুমেও কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ‘রিটেইন’ করেছে দলটি। রিজওয়ান গত আসরে কুমিল্লার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তালিকায় আছেন কুমিল্লার নির্ভরযোগ্য স্পিনার তানভীর ইসলামও। এছাড়াও গত মৌসুমে সিলেট স্টাইকার্সের হয়ে খেলা বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।