হোম জাতীয় রমনার নতুন এডিসি আখতারুল ইসলাম

জাতীয় ডেস্ক:

ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

রমনা জোনের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন হারুন অর রশিদ। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় রোববার দুপুরে তাকে প্রথমে দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়।

এরপর সন্ধ্যায় তাকে এপিবিএনে বদলি করা হয়। পরে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন