যশোর অফিস :
রমজান উপলক্ষে যশোরে অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। আজ সকালে মুসলিম এইড ইউকে-বাংলাদেশের উদ্যোগে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, যশোর প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর তুহিন প্রমুখ।
খাদ্য সামগ্রির মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, পিয়াজসহ ১৪ প্রকার খাদ্য দ্রব্য। শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রি তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় সাড়ে তিন হাজার টাকা মূল্যের এ সামগ্রি রয়েছে।