জাতীয় ডেস্ক :
পবিত্র রমজানের দ্বিতীয় জুমার নামাজে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (১৫ এপ্রিল) মসজিদের ওপরে-নিচে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এদিন বেলা ১২টার আগ থেকেই মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। তবে নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে-বাইরে বিশাল চত্বরে জায়গা না পেয়ে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। বাধ্য হয়ে কেউ কেউ মসজিদের বাইরে প্রচণ্ড রোদে ময়লা আবর্জনার মধ্যে নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির রোগ মুক্তি ও মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
জাতীয় মসজিদ হিসেবে বায়তুল মোকাররম মুসল্লিদের আবেগের স্থান। দেশের বড় জামাত হয় বলে বেশি সাওয়াবের আশায় দূর দূরান্ত থেকে এখানে মুসল্লিরা আসেন।
তারা বলেন, ঢাকা মসজিদের শহর। প্রতিটা গলিতেই মসজিদ। তবে এখানে অনেক বড় জামাত হয়। এত মানুষের ভিড়ে ভালো মানুষ থাকতে পারে। তাদের উছিলায় আল্লাহ যদি ক্ষমা করে দেন।
বরকত নামে এক মুসল্লি বলেন, পবিত্র রমজানে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ। আজ মসজিদের ওপরে-নিচে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল। পরিবারের সুখ-শান্তি ও দেশের মানুষের শান্তির জন্য দোয়া করেছি।