হোম অর্থ ও বাণিজ্য রফতানি উন্নয়ন ব্যুরোর সেবা যুক্ত হলো বিসিক ওয়ানস্টপ সার্ভিসে

বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ওয়ানস্টপ সার্ভিসে যুক্ত করা হয়েছে রফতানি উন্নয়ন ব্যুরোর সেবা। রফতানি উন্নয়ন ব্যুরোর সেবাগুলো ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং রফতানি উন্নয়ন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিসিক বোর্ড রুমে বিসিক ও রফতানি উন্নয়ন ব্যুরোর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান জনাব মুহ. মাহবুবর রহমান (গ্রেড-১) ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব এএইচএম আহসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সকল সদস্য, বিসিক সচিবসহ বিসিক ও রফতানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তারা বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে রফতানি উন্নয়ন ব্যুরোর নিন্মে উল্লেখিত সেবাসমূহ গ্রহণ করতে পারবেন :
১) রফতানিকারকের এনরোলমেন্ট ও নিবন্ধনের আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ
২) প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফিকেট অব অরিজিন প্রদানে সহযোগীতা প্রদান
৩) দেশে বিদেশে আয়োজিত বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান
৪) প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমে উভয় পক্ষের সহযোগিতা প্রদান
৫) পাশাপাশি বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিপণনে পারষ্পরিক সহযোগীতা প্রদান

এছাড়া বর্তমানে বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে ২৪ টি সেবাসহ মোট ৩৫ টি সেবা যুক্ত রয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বিসিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোট ১২৩৭৮ টি সেবা প্রদান করেছে। বিসিক প্রদত্ত সেবাগুলো হলো শিল্প নিবন্ধন, শিল্প পুনঃনিবন্ধন, শিল্প নবায়ন, শিল্প নিবন্ধন সংশোধন, শিল্প নিবন্ধন বাতিলকরণ, নতুন ঠিকাদার নিবন্ধন, ঠিকাদার পুনঃনিবন্ধন, আইআরসি সুপারিশ, ঠিকাদার সংশোধন, ঠিকাদার নবায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম।

এদিকে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এর ‘ক’ অনুযায়ী তফসিলে অন্তর্ভুক্ত হয় বিসিক। এতে বিসিকের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা প্রস্তাবিত প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে প্রদানের লক্ষ্যে বিসিক ওয়ান স্টপ সেবা চালু করার সিদ্ধান্ত নেয়।

এর আগে সরকারের চারটি প্রতিষ্ঠান (বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক অথরিটি) ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

গত ১৯ জুলাই, ২০২০ তারিখ ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী পঞ্চম প্রতিষ্ঠান বিসিক তালিকাভুক্ত হলে বিসিক তার আওতাধীন সেবাসমূহ ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে কাজ শুরু করে।

এর ধারাবাহিকতায় ১৩ জুন, ২০২১ তারিখ বিসিক ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের যাত্রা শুরু করে। বিসিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের জন্য বিসিকের নিজস্ব ২৯ টি সেবা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। এছাড়া অন্যান্য দফতর ও সংস্থার ১৩ টি সেবাও প্রাথমিকভাবে সেবা প্রদানের জন্য চিহ্নিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন