হোম জাতীয় রংপুরে ৭ দিনব্যাপী নাট্য উৎসব শুরু

জাতীয় ডেস্ক :

রংপুর টাউন হলে শুরু হয়েছে সাত দিনের নাট্য উৎসব। রংপুর পদাতিকের ৪০ বছর, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সাংসদ আসাদুজ্জামান নূর শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে উৎসবের আয়োজক পদাতিক তাদের ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা’ নাটকটির মঞ্চায়ন করে।

স্থানীয়ভাবে শিল্প-সংস্কৃতিকে দশকের পর দশক ধরে বয়ে চলেছে যে কটি সংগঠন, তারমধ্যে রংপুর পদাতিক এই শহরের অন্যতম। সংগঠনটির ৪০ বছরে পদার্পণ উপলক্ষে সপ্তাহব্যাপী নাটকের উৎসবকে ঘিরে আয়োজনের উচ্ছ্বাসে করোনার ওমিক্রনের কিছুটা ঝাপটা লাগলেও দমাতে পারেনি। সব শঙ্কা উড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নাটক দেখার অনুরোধ জানালেন উৎসবের উদ্বোধক নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

প্রথম দিনে উদ্বোধনী নাটকটি ছিল আয়োজক পদাতিকের ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা’ নাটকটি। একাত্তরে উত্তরের পঞ্চগড় এলাকার মানুষ কীভাবে সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নেয় তারই প্রেক্ষাপট নিয়ে আমিনুল আশরাফের লেখা নাটকটির নির্দেশকও তিনি।

থার্ড থিয়েটার ফর্মের এই নাটকের দৃশ্যে দৃশ্যে গান আর কোরিওগ্রাফ দর্শকদের আকৃষ্ট করে। এর আবহসংগীত প্রতিটি মুহূর্তকে ফুটিয়ে তোলে দর্শকদের অনুভূতিতে।

মূলত প্রান্তিক একটি জনপদ থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ কীভাবে পাকসেনাদের আত্মসমর্পণে বাধ্য করে তাই তুলে আনা হয়েছে নাটকটিতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন