জাতীয় ডেস্ক :
রংপুরের গঙ্গাচড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক রোকনুজ্জামান এ আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি জাহাঙ্গীর আলম তুহিন সময় সংবাদকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: আবুজার হোসেন, আলমগীর হোসেন, নাজির হোসেন, আব্দুল করিম এবং আমিনুর রহমান। এদের মধ্যে আলমগীর হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ মে রাত ৮টায় ওই ছাত্রীকে বাড়ির পেছনে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর গলা কেটে হত্যা করে আসামিরা। পরদিন সকালে বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে ওড়না পেঁচানো অবস্থায় তার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।
