হোম জাতীয় রংপুরে বিএনপির সমাবেশে যুবদল নেতার মৃত্যু

জাতীয় ডেস্ক :

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসে মোস্তাফিজুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতা মারা গেছেন।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মোস্তাফিজুর দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পেশায় একজন শিক্ষক এবং ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক।

কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা জানান, গণসমাবেশে যোগ দিতে শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাহারোল থেকে রংপুরে যান মোস্তাফিজুর। বিকেল ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন