হোম জাতীয় রংপুরে বাসের ধাক্কায় কিশোরী নিহত, আহত ৮

জাতীয় ডেস্ক :

রংপুরের তারাগঞ্জে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় এক কিশোরী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় তারাগঞ্জ বৈরাতী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম সুরাইয়া আক্তার (১৪)। সে তারাগঞ্জ উপজেলার ইকরচালি সরকারপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাহবুব মোর্শেদ জানান, বুধবার সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলার বৈরাতী ব্রিজ এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুরাইয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে ও ৮ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন