হোম জাতীয় যৌন নির্যাতন : নাটোরে আইটি সেন্টার পরিচালক গ্রেফতার

জাতীয় ডেস্ক :

নাটোরে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক সাজেদুর রহমান সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) রাতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টার থেকে সাকিবকে গ্রেফতার করা হয়। এর আগে রাতেই ওই ছাত্রীর মা নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী জানান, নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টারের ১০টি বেসরকারি প্রতিষ্ঠান সেবা দিচ্ছে। এর মধ্যে অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের এক শিক্ষার্থী গত ৩১ ডিসেম্বর ক্লাস করতে গেলে প্রতিষ্ঠানটির পরিচালক সাকিব ওই ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে হিজাব টেনে খুলে ফেলে। পরে মুখের ভেতরে সিগারেট ঢুকিয়ে যৌন নির্যাতন শুরু করে। এক পর্যায়ের উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ওই ছাত্রী সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আত্মরক্ষা করে। এ ঘটনায় অভিযুক্ত সাকিবের বিচার দাবি করছে শিক্ষার্থীরা।

শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টারের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনার পর সাকিবের অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টার।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ সময় সংবাদকে জানান, সাকিবকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন