হোম আন্তর্জাতিক যে মামলায় গ্রেপ্তার ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। খবর জিও টিভির।

গত এপ্রিলের পর থেকে ইমরানের খানের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি আল-কাদির ট্রাস্ট মামলা।

বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আল-কাদির ট্রাস্টকে সোহাওয়া শহরের বারখালা মৌজায় জমি বরাদ্দ করে ইমরান প্রশাসন। এ জমি দিতে ঘুষ নেওয়া অভিযোগ রয়েছে ইমরান, তার স্ত্রী বুশরা বিবি ও অন্যান্য পিটিআই জ্যৈষ্ঠ নেতাদের বিরুদ্ধে। দাবি করা হয়েছে—এ ঘটনায় বিপুল রাজস্ব হারিয়েছে পাকিস্তান সরকার। এজন্য ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা তদন্ত করছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, জমি দেওয়ায় সরকার পাঁচ হাজার কোটি রুপি (পাকিস্তানের মুদ্রা) বা ১৯ কোটি পাউন্ডের (যুক্তরাজ্যের মুদ্রা) রাজস্ব হারিয়েছে।

এ মামলায় গত ১ মে-তে এনএবি ইমরান খানের বিরদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করে। সেই পরোয়ানায় আজ দুপুরে গ্রেপ্তার করা হয় ইমরানকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন