হোম খেলাধুলা যে কারণে ৫ রান জরিমানা হল ভারতের

যে কারণে ৫ রান জরিমানা হল ভারতের

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ
স্পোর্টস ডেস্ক:
রাজকোটে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির পর ৪৪৫ রানে অলআউট হয়েছে ভারত। তবে টেস্টের প্রথম দিনে পিচের সুরক্ষিত অঞ্চলে দৌড়ানোর কারণে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সতর্ক করেছিলেন আম্পায়ার। আজ সেই একই কাজ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। যার কারণে ভারতকে ৫ রান জরিমানা করেছেন আম্পায়ার জোয়েল উইলসন।
টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এমন ঘটনা ঘটে। ভারত এমন অপরাধ করার কারণে, ইংল্যান্ড প্রথম ইনিংসে মাঠে নামার আগেই তাদের স্কোরবোর্ডে ৫ রান থাকবে।
আইসিসির ৪১.১১ ধারা অনুযায়ী, ‘পিচের সুরক্ষিত অঞ্চলের দুই প্রান্তের পপিং ক্রিজের সমান্তরালে ও প্রতিটি থেকে ৫ ফুট বা ১.৫২ মিটার দূরে কল্পিত রেখা এবং দুই প্রান্তের মিডল স্টাম্প থেকে ১ ফুট বা ৩০.৪৮ সেন্টিমিটার দূরে সমান্তরাল কল্পিত রেখা দ্বারা আবদ্ধ একটি আয়তক্ষেত্র।’
পিচের ওই সুরক্ষিত অঞ্চলে ব্যাটসম্যান দৌড়ালে আম্পায়ার প্রথমে ব্যাটসম্যানকে সতর্ক করবে। যা গতকাল জাদেজাকে করেছিলেন আম্পায়ার। এরপর ব্যাটসম্যান আবারো একই কাজ করলে ওই বলটি ডেড হিসেবে ধরা হবে এবং ৫ রান পেনাল্টি করা হবে। যা আজ করেছেন আম্পায়ার জোয়েল উইলসন।
এদিকে রাজকোট টেস্টের প্রথম ইনিংসে রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার শতকের উপর ভর করে ৪৪৫ বিশাল পুঁজি পেয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন মার্ক উড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন