রাজনীতি ডেস্ক:
আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠ এখনও ব্যবহার অনুপযোগী, তাই আগামীকাল সোমবারের (৩১ জুলাই) পূর্বঘোষিত শান্তি সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ।
শান্তি সমাবেশের পরিবর্তে আগামীকাল সোমবার থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এর আগে, শনিবার (২৯ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ শান্তি সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। গতকাল সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচি পালনের ঘোষণা আসার পর রাতে আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের ঘোষণা দেয়।
কিন্তু ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহার অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশ হবে না। সেটা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেতা-কর্মীদেরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এদিকে আজ রোববার রাজধানীসহ সারা দেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।