স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ মাস আগে ভারতীয় দলে জায়গা নিয়ে শঙ্কায় শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে রাখা হয়নি তাদের। এই দুই ক্রিকেটারের ছুটি ইস্যুতে মনঃক্ষুন্ন বিসিসিআই কর্তাদের। সিলেকশন প্যানেলের কথা অগ্রাহ্য করেই নাকি বিশ্রাম চেয়েছেন শ্রেয়াস ও ইশান।
আরও একটা বিশ্বকাপ শিরোপা হয়েছে হাতছাড়া। শুধু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপই নয়, আইসিসি ইভেন্টে এক দশকের বেশি সময় কোনো ট্রফি নেই ভারতের। শিরোপার জন্য মরিয়া ক্রিকেট জায়ান্টরা। এ বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটু একটু করে পরিকল্পনা সাজাচ্ছে তারা।
আপাতত ভাবনায় জুনের মেগা ইভেন্টের জন্য শক্তিশালী স্কোয়াড প্রস্তুত করা। পারফরম্যান্সের পাশাপাশি বিবেচনায় রয়েছে ডিসিপ্লিনও। দলের প্রতি ডেডিকেশনের প্রমাণ দিতে পারা ক্রিকেটাররা নীতি নির্ধারকদের গুডবুকে। আর সে হিসেবেই আপাতত ম্যানেজমেন্টের চক্ষুশূল শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন এই দুই তারকা। তবে, তাদের বাদ পড়ার কারণ জানায়নি বোর্ড।
কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবর, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে শ্রেয়াসের পারফরম্যান্সে নাখোশ টিম ম্যানেজমেন্ট। ঐ সিরিজে শুধু রান করতে ব্যর্থ হয়েছেন তা নয়, শট সিলেকশনও ছিল বাজে। তাই প্রপার প্র্যাক্টিসের জন্য আইয়ারকে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে বলেছিলেন সিলেক্টররা। কিন্তু, তাদের সে কথা না রেখে, বিশ্রাম চেয়ে বসেন ২৯ বছর বয়সী ব্যাটার। শ্রেয়াসের এই ছুটি নেয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি কারও।
আফগানিস্তান সিরিজের ঠিক আগ মুহূর্তে ছুটি চেয়ে বসেন ইশান কিশানও। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নেন তিনি। পরে জানা যায়, তেমন কোনো প্রয়োজন ছাড়াই বিশ্রাম চেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান। দুবাইয়ের এক পার্টিতে মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে কিশানের একটি ভিডিও প্রকাশ পেলে তা নজরে আসে বিসিসিআই কর্তাদের। পাশাপাশি একটি টিভি কুইজ শো’তেও অংশ নেন কিশান।
শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান যখন বিশ্বকাপের বছরে টিম ইন্ডিয়ায় জায়গা হারানোর শঙ্কায় তখন রিংকু সিং ও শুভমান গিলদের পেশাদারিত্ব মুগ্ধ করেছে সবাইকে।
এদিকে ক্যারিয়ারের সায়াহ্নে থাকা ক্রিকেটাররা খেলছেন বেছে বেছে। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সব ফরম্যাটে তাদের খেলাচ্ছে না বিসিসিআই। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নামা হয়নি বিরাট কোহলি ও রোহিত শর্মার। তবে আরও একটা আসর সামনে রেখে দলে ফেরানো হয়েছে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারকে। কোহলি-রোহিতের হাত ধরে কি শিরোপা ক্ষরা কাটাতে পারবে ভারত, সেটাই এখন দেখার পালা।