হোম ফিচার যেখানেই সন্ত্রাসের শঙ্কা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

যেখানেই সন্ত্রাসের শঙ্কা রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বলেন, আগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রে একত্রিত হচ্ছে। কিন্তু লাভ হবে না, সন্ত্রাসীদের প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, কারণ তারা জনগণের শক্তি। আওয়ামী লীগের সাথে জনতা আছে। কিন্তু আগ্নি সন্ত্রাসীরা দেখছে তাদের সাথে দেশের জনগণ নেই। তাই আবারও নানা ষড়যন্ত্রে একত্রিত হচ্ছে তারা। কিন্তু লাভ হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা জনগণকে ভয় পায় বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু মানুষ তাদের কথায় কান দিবে না, প্রভাবিত হবে না। শেখ হাসিনার বিকল্প শুধু মাত্র শেখ হাসিনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন