হোম খুলনানড়াইল যুব কাবাডি অনুর্দ্ধ-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যুব কাবাডি অনুর্দ্ধ-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেএসো দেশ বদলাই, পৃথিবী বদলাইএই শ্লোগানে খুলনা বিভাগ রূপসা জোন যুব কাবাডি অনুর্দ্ধ১৮ (বালক বালিকা) প্রতিযোগিতা২০২৫ সমাপনী পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পুলিশ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফেব্রুেয়ারি দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ষ্টেডিয়াম সমাপনিদিনে ৮ দলীয খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি ছিলেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার ,জেলা ক্রিড়া অফিসার মোঃ কামরুজ্জামান, খুলনা বিভাগ রূপসা জোন সমন্বয়কারী  সৈয়দ তরিকুল ইসলাম শান্ত প্রমুখ। আজ সমাপনি দিনে দলীয় খেলা শেষে বিকেলে পুরস্কার বিতারণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন