হোম রাজনীতি যুবলীগ নেতা জামাল হত্যা: রিভিশন বাতিল, মাসুদ রিমান্ডে

রাজনীতি ডেস্ক:

কুমিল্লায় আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই মো. মাসুদের রিভিশন বাতিল করে দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আদালত মাসুদের দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন।

শুক্রবার (৯ জুন) বিকেলে রিভিশন বাতিল ও রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন রিভিশন বাতিল করে এই আদেশ দেন। এতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক, হত্যা পূর্বের প্রশিক্ষণের স্থান ও আসামিদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়গুলো বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন আইনজীবী মাসুদ সালাউদ্দিন। এর আগে নিম্ন আদালতে মাসুদের তিন দিনের রিমান্ড মঞ্জুরের পর তা স্থগিত করে একই আদালত। পরবর্তীতে উচ্চ আদালত সেই স্থগিতাদেশ বাতিল করে দেয়। এরপর উচ্চ আদালতে আসামি পক্ষের আইনজীবী মাসুদের রিমান্ডের বিষয়ে রিভিশন আবেদন করলে তা বাতিল করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুদ সালাউদ্দিন রিভিশন বাতিল ও রিমান্ড মঞ্জুরের বিষয়ে সন্তোষ প্রকাশ করে শুক্রবার জানান, মহামান্য আদালতের এই আদেশটি একটি যুগান্তকারী আদেশ। মহামান্য আদালত মনে করেছেন আসামি মাসুদের রিমান্ডের মাধ্যমে ঘটনার বিচারের বিষয়ে যেসব তথ্য জানার প্রয়োজন, তা বেরিয়ে আসবে৷

তিনি আরও বলেন, ‘এই রিমান্ডের মাধ্যম তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করি। সেগুলো হলো- হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ ও তার মালিককে, হত্যার আগে আসামিদের প্রশিক্ষণের সার্বিক বিষয় এবং হত্যার পর আসামিদের বিদেশে পালানোর ঘটনা।’

গত (১১ মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন মাসুদ। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই। গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ১০ নাম্বার আসামি মো. মাসুদ।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় এখন পর্যন্ত আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি পিস্তল ও একটি রিভলবার ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত (১১ মে) মালদ্বীপ পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মাসুদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন