হোম জাতীয় যুবলীগ নেতার বা‌ড়িতে হামলার অভিযোগে মানববন্ধন

জাতীয় ডেস্ক:

কি‌শোরগ‌ঞ্জের বা‌জিতপু‌রে যুবলীগ নেতার বা‌ড়ি ও ব্যবসা প্রতিষ্ঠা‌নে হামলার প্রতিবা‌দে মানববন্ধন ক‌রে‌ছে উপ‌জেলা যুবলীগ ও স্বেচ্ছা‌সেবক লীগ।

শুক্রবার (১১ আগস্ট) দুপু‌রে কি‌শোরগঞ্জ শহ‌রের শহীদ সৈয়দ নজরুল চত্ব‌রে এই মানববন্ধ‌ন করেন নেতাকর্মীরা।

মাববন্ধনে বক্তব্য দেন, কি‌শোরগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি এড. শেখ নূরুন্নবী বাদল, যুবলী‌গের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল, সদস‌্য এড. মো: আরকান মিয়া, হি‌লো‌চিয়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মাজহারুল হক না‌হিদ, স্বেচ্ছা‌সেবক লী‌গের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য শেখ র‌ফিকুন্নবী সাথী, বা‌জিতপুর উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন।

এ সময় বক্তারা অভিযোগ ক‌রেন, রাজ‌নৈ‌তিক বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে বা‌জিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হো‌সেন আশরা‌ফের সমর্থকরা বৃহস্প‌তিবার (১০ আগস্ট) বি‌কে‌লে উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলা‌মের বা‌ড়ি ও ব‌্যবসা প্রাতষ্ঠা‌নে হামলা ও ভাংচুর ক‌রে।

বর্তমান সংসদ সদস্য মো.আফজাল হো‌সে‌নের প‌ক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ না নেয়ায় তার ছোট ভাই আশরাফের নি‌র্দে‌শে এ হামলা হয় ব‌লেও অভিযোগ ক‌রেন বক্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন