হোম জাতীয় যুবলীগ নেতার জানাজা থেকে ৫ মোবাইল ফোন চুরি

জাতীয় ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আজগার আলীর জানাজা আয়োজন থেকে পাঁচটি মোবাইল ফোন চুরি হয়েছে।

রোববার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বাঁকড়া খালাসীপাড়া বায়তুল আমান জামে মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া মোবাইলের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন ও হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর মোবাইলও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, চুরির ঘটনায় একজনকে আটকের পর তিনটি মোবাইল উদ্ধার করা হয়। পরে ওই চোরকে মারধরের একপর্যায়ে সে পালিয়ে গেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) শেখ অহিদুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন