হোম রাজনীতি যুবলীগ নেতাকে সড়কে ফেলে এলোপাতাড়ি কোপ, বিচার দাবি

যুবলীগ নেতাকে সড়কে ফেলে এলোপাতাড়ি কোপ, বিচার দাবি

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

রাজনীতি ডেস্ক:

মাদারীপুর যুবলীগের সহসম্পাদক শহিদুল ইসলাম মনার ওপর হামলার বিচার দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পৌরসভার থানতলী এলাকায় এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের বিচার দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ গেইট এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন জেলা যুবলীগের সহসম্পাদক শহিদুল ইসলাম মনা। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আসলে গতিরোধ করে একদল মুখোশধারী দুর্বৃত্ত। এ সময় সড়কে ফেলে মনাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বের শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল আকন, সহসম্পাদক শহিদুল ইসলাম মনা, সাংগঠনিক সম্পাদক সুজন জম্মাদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাশেদ তালুকদার খোকন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন