রাজনীতি ডেস্ক:
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেত্রকোনা জেলার মদন উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়কসহ তিনজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহদফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য এর আগে নেত্রকোনা জেলাধীন মদন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ লায়ন, মো. মাশরিকুর রহমান বাচ্চু এবং মদন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মো. আব্দুর রউফকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।