আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় লোগান কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সেখানকার কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।
দেশটির বেসামরিক বিমান প্রশাসন বলছে, দ্য বেল ইউএইচ-ওয়ানবি হেলিকপ্টারটি বিকেল ৫টায় বিধ্বস্ত হয়েছে। হুইয়ে নামে পরিচিত হেলিকপ্টারটি স্থানীয় একটি গ্রামীণ সড়কে ভেঙে পড়ে।
লোগান কাউন্টি বিমানবন্দরভিত্তিক চপারটি পর্যটক ফ্লাইটের জন্য ব্যবহৃত হতো। অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে এসে হেলিকপ্টারের আগুন নিভিয়ে ফেলেন।
হেলিকপ্টারটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কাত হয়ে পড়ে যেতে দেখে ৯১১-এ ফোন দেন স্থানীয় বাসিন্দা বোবি চিল্ডস। ঘটনাস্থল থেকে মাইলখানেক দূরে তার বসতি। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, হেলিকপ্টারটির মধ্যে অন্তত একজন আটকা পড়ে আছেন।
তিনি বলেন, ‘আমি সর্বশক্তি দিয়ে দৌড়ে সেখানে যাই। একটি ব্যারিকেড পার হয়ে আকাশযানটির পাশে যাই। কিন্তু আগুনের তাপ ছিল অনেক বেশি। আটকেপড়া ব্যক্তি বেরিয়ে আসতে পারছিলেন না।’
হেলিকপ্টারটির মালিকপক্ষের একজনকে দুর্ঘটনাস্থলে দেখা গেছে। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।