হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে শাটডাউন: ৭ লাখের বেশি কর্মী কর্মহীন হওয়ার ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রে শাটডাউন: ৭ লাখের বেশি কর্মী কর্মহীন হওয়ার ঝুঁকিতে

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

কেন্দ্রীয় বাজেট নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য শাটডাউন শুরু হলে দেশটিতে বড় ধরনের কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে। আশঙ্কা করা হচ্ছে, সরকারের বিভিন্ন এজেন্সিতে কর্মরত সাত লাখেরও বেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট অনুমোদন না হলে সরকার তার অ-অত্যাবশ্যকীয় কার্যক্রমগুলো স্থগিত করতে বাধ্য হবে, যার ফলে এই গণছাঁটাই শুরু হবে। এই বিপুল সংখ্যক কর্মীকে ছুটিতে পাঠানো হলেও তারা সাধারণত কোনো বেতন পান না, তবে শাটডাউন শেষে আইন পাসের মাধ্যমে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের শাটডাউন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাৎক্ষণিক মন্দা সৃষ্টি করতে পারে, যা সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা হ্রাস করবে এবং বিভিন্ন সরকারি সেবায় ব্যাঘাত ঘটাবে। আইনপ্রণেতারা সাত বছরের মধ্যে প্রথমবারের মতো এই অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন।

হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ করেছেন। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানিয়েছেন, শাটডাউনের কারণে দুই দিনের মধ্যেই ব্যাপকহারে চাকরি থেকে ছাঁটাই করা শুরু হবে এবং এর জন্য ডেমোক্রেটরাই দায়ী।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে। নতুন অর্থবছর শুরু হওয়ার আগে অর্থাৎ পহেলা অক্টোবরের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে শাটডাউন তৈরি হয়।

এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। রিপাবলিকানরা সরকার চালু রাখতে একটি অস্থায়ী স্টপ গ্যাপ বা বিরতি ব্যবস্থা চায়, যেটি মধ্য নভেম্বর পর্যন্ত চলবে এবং বর্তমান হারে তহবিল দেবে, যাতে বাজেট সমঝোতার আগ পর্যন্ত সরকারের ব্যয় চালু থাকে। অন্যদিকে, ডেমোক্রেটরা নিম্ন আয়ের আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবার সুরক্ষায় সমঝোতার জন্য সরকারকে শাটডাউনের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

শাটডাউনের ফলে স্বল্প সময়ের জন্য সীমান্তের এজেন্ট ও সেনাবাহিনীসহ অপরিহার্য কর্মীদের বেতন ছাড়াই কাজ করতে হবে, কিন্তু অপরিহার্য নয় এমন সরকারি কর্মীদের বিনা বেতনের ছুটিতে পাঠানো হবে।

বিশ্লেষকরা অনুমান করছেন, প্রায় ৪০ শতাংশ ফেডারেল কর্মী বা প্রায় সাড়ে সাত লাখ মানুষকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হবে, যা ২০১৮ সালের শাটডাউনের তুলনায় অনেক বড় হতে পারে। ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের স্থায়ী ছাঁটাইয়েরও হুমকি দিয়েছে।

ইতোমধ্যেই ইউএস আইনে অননুমোদিত অভিবাসীদের ফেডারেল ভর্তুকিযুক্ত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং শুক্রবার রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী অর্থায়নের বিলের ওপর আরেকবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন