হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতদের পরিসংখ্যান বিষয়ক ওয়েব সাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ হাজার ৩৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১,৪২২ জন। এছাড়া ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫২৪ জন।

করোনা ভাইরাসে মৃত্যুর পাশাপাশি শনাক্তের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রিটেন। সেদেশে মারা গেছে ৩১ হাজার ৫৮৭ জন। শনাক্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ২৬০ জন। করোনাভাইরাসে (কোভিড ১৯) বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত ৪১ লাখ ৭২৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ গেছে দুই লাখ ৮০ হাজার ৪৩১ জনের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন