আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম, বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন জেলেনস্কি। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। তার আগেই এর কিছু অংশ প্রকাশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, সম্ভবত এটি খুবই, খুবই, খুবই কঠিন হবে। এবং অবশ্যই, সব কঠিন পরিস্থিতিতেই একটি সম্ভাবনা থাকে। তবে আমাদের সম্ভাবনা কম – যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আমাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপের পর যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান না বরং তিনি কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি চান, যা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ তৈরি করবে এবং রাশিয়ার সেনাবাহিনীকে পুনর্গঠনের সময় দেবে।
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন সামরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে এবং রাশিয়ার হামলার শিকার হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বুধবার মিত্রদের বিস্মিত করে এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের প্রচলিত নীতিতে পরিবর্তন এনে ট্রাম্প ঘোষণা করেন যে, তিনি পৃথক পৃথক ফোন কলে পুতিন ও জেলেনস্কির সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।
এদিকে শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জেলেনস্কি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে, ইউক্রেনকে বাদ রেখে ওয়াশিংটন তিন বছর ধরে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার উদ্যোগ নেবে না।
তিনি বলেছেন, আমরা শান্তি চাই, তবে আমাদের বাস্তব নিরাপত্তার নিশ্চয়তা দরকার।