হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল চীনা হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল চীনা হ্যাকাররা

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, জাতীয় পাওয়ার গ্রিড এবং পাইপলাইনসহ একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল চীনের একটি হ্যাকার গ্রুপ। তবে গ্রুপটির প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

বুধবার (৩১ জানুয়ারি) মার্কিন কংগ্রেসের শুনানিতে এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে আইনপ্রণেতাদের বলেন, ‘ভোল্ট টাইফুন’নামের এই হ্যাকার গ্রুপ মার্কিন সম্পদের তথ্য সংগ্রহ করার জন্য শত শত পুরোনো অফিস রাউটারে হ্যাক করেছিল।

এর আগে সরকারি ইমেইল একাউন্টও হ্যাক করে চীনা হ্যাকার গ্রুপটি। যদিও এ নিয়ে সতর্ক করেছিল মাইক্রোসফট।

হাউস সিলেক্ট কমিটিকে রে বলেন, চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অবকাঠামো ধ্বংস করে মার্কিন নাগরিক ও বিভিন্ন সম্প্রদায়ের ক্ষতি করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এটা যদি চীনের রাষ্ট্রীয় ইন্ধনে হয় তাহলে পাল্টা জবাব দেয়া হবে। তবে এমন অভিযোগের এখনো কোনো জবাব দেয়নি বেইজিং।

এফবিআইয়ের পরিচালক রে আরও বলেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ এবং সমৃদ্ধ রাখে এমন বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে খুঁজে বের করছে চীনা হ্যাকাররা। এসব হ্যাকার গ্রুপকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেবেন তারা।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির প্রধান জেন ইস্টারলি বলেন, যুক্তরাষ্ট্র বিমান, পানি, জ্বালানি এবং পরিবহন অবকাঠামোতে চীনা হ্যাকারদের অনুপ্রবেশ খুঁজে পেয়ে সঙ্গে সঙ্গে নির্মূল করেছেন। ভবিষ্যতে অপ্রত্যাশিত আক্রমণের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন