আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ধীরগতি। ডাকযোগে দেয়া আগাম ভোটের গণনা শেষ করতে না পারাই এর কারণ। শুধু অ্যারিজোনা অঙ্গরাজ্যেরই পাঁচ লাখের বেশি ভোট এখনও গণনা বাকি। ভোট হাতে গণনার কারণে এই দেরি। এখানে সিনেটের আসনটি কার দখলে যাবে তা ঝুলে আছে। মারিকোপা কাউন্টির প্রধান নির্বাচনী কর্তকর্তা জানিয়েছেন, আগামী সোমবারের (১৪ নভেম্বর) আগে ফলাফল পাওয়া যাবে না।
এদিকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বক্তৃতা করেছেন। এখনও চূড়ান্ত ফলাফল না পেলেও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তারা। বাইডেন বলেন, ‘আমরা আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি দেশের ওপর ভরসা রাখার জন্য। আমাদের স্বচ্ছ নির্বাচন হয়–এটা প্রমাণে আপনারা যে লড়াই করেছেন, সে জন্য ধন্যবাদ।’
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে মূলত ডাকে আসা ভোটের গণনায় এই দীর্ঘসূত্রতা। এরই মধ্যে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নেভাদা ও ওয়াশিংটনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থীদের মধ্যে সিনেট ও হাউসে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফলে শেষ ভোটটি গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ক্যালিফোর্নিয়ার ১৬টি, অ্যারিজোনা ও নেভাদায় ৩টি, অরিগন, ওয়াশিংটন ও কলোরাডোতে ২টি এবং মনটানা ও নিউ মেক্সিকো এবং পূর্ব উপকূলের নিউইয়র্ক, ম্যারিল্যান্ড, মেইন ও আলাস্কা অঙ্গরাজ্য প্রতিনিধি পরিষদের একটি করে আসনে ফলাফল আটকে আছে।
এদিকে, জর্জিয়ার একটি সিনেটে পুনরায় রান-অফ নির্বাচন হবে ৬ ডিসেম্বর। এখন পর্যন্ত সিনেটের ১০০টি আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে আছে ৪৯টি ও ডেমোক্র্যাটদের হাতে ৪৮টি। অ্যারিজোনা ও নেভাদার সিনেটের ফলাফল পেলেও কংগ্রেস কার নিয়েন্ত্রণে যাবে, তার জন্য জর্জিয়ার ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সবশেষ প্রাপ্ত ফলাফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা পেয়েছেন ২০৯টি আসন ও ডেমোক্র্যাটরা ১৯২টি আসন। হাউসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য আরও ২৬টি আসনে জয়ী হতে হবে ক্ষমতাসীন বাইডেনের দলকে। অপরদিকে মাত্র ৯টি আসন পেতে হবে রিপাবলিকানদের, যা ডোনাল্ড ট্রাম্পের দলের জন্য কিছুটা সহজ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
