হোম আন্তর্জাতিক যুক্তরাজ্যে রাসায়নিক বহনকারী ট্যাংকে বিস্ফোরণ, নিহত ৪

যুক্তরাজ্যে রাসায়নিক বহনকারী ট্যাংকে বিস্ফোরণ, নিহত ৪

কর্তৃক Editor
০ মন্তব্য 93 ভিউজ

সংকল্প ডেস্ক :

ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে বর্জ্য পানি শোধনাগারে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে। এ ছাড়া বিস্ফোরণে আরো এক ব্যক্তি আহত হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।

ইংল্যান্ডের ব্রিস্টল নগরীর উপকণ্ঠে ওয়েসেক্স ওয়াটার পরিচালিত শোধানাগারে বিস্ফোরণের পর সেখানকার পুলিশ চিফ ইন্সপেক্টর মার্ক রুনাক্রেস বলেন, ‘সেখানে চার জনের প্রাণহানি ঘটেছে।’

নিহত চারজনের মধ্যে তিনজন ওই শোধনাগারের শ্রমিক এবং একজন ঠিকাদার।

এদিকে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পৃক্ততা নেই। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন