জাতীয় ডেস্ক :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে অভিবাদন জানায়।
এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, অপার সম্ভাবনায় বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্যের নৌবাহিনী।
দীর্ঘ ৮ হাজার কিলোমিটার নৌ-পথ পাড়ি দিয়ে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে এসে পৌঁছে বৃহস্পতিবার সকালে। এ সময় নৌ-বাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী চিরায়ত রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে তাদের অভিবাদন জানান।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫ দিনের শুভেচ্ছা সফরে আসা জাহাজের অধিনায়ক ও কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দিন।
পরে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, তার দেশ বঙ্গোপসাগরে নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাজ করতে চায়।
জাহাজটিতে ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক ও ৩ জন বেসামরিক সদস্যসহ ১২২ জনের একটি দল রয়েছেন। পরে জাহাজে থাকা উদ্ধার কাজে ব্যবহার হওয়া অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার ঘুরিয়ে দেখান । ২৫ কিলোমিটার দূরে শত্রুপক্ষকে আঘাত করতে সক্ষম কামান ও মিসাইলও দেখান তারা। তুলে ধরেন সফরের গুরুত্ব কমান্ডার এম জে ম্যাট জাহাজ এইচএমএস কেন্ট এর।
৫ দিনের শুভেচ্ছা সফরে নানা অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমি, ওয়ার সেমেট্রিসহ চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাসমূহ পরিদর্শন করবেন দলটি। ১৮ সেপ্টেম্বর জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করবে।
