হোম জাতীয় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

জাতীয় ডেস্ক :

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নতুন নেতা এবং দেশটির প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত কনজারভেটিভ নেতাকে অভিনন্দন জানান তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লিজ ট্রাসের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আপনার এ জয় দেশকে (যুক্তরাজ্য) উন্নতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থার প্রমাণ।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এ সম্পর্ক আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে শক্তিশালী সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়েছে জানিয়ে, এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

লিজ ট্রাসের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে সাক্ষাৎ করবেন রানি এলিজাবেথের সঙ্গে। সেখানে ক্ষমতাসীন দলটির নতুন প্রধানকে সরকার গঠন করার আহ্বান জানাবেন রানি। ২০১৫ সালের পর লিজ ট্রাসই হচ্ছেন ব্রিটেনের চতুর্থ কনজারভেটিভ প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকা আরেক প্রার্থী ঋষি সুনাকের বিপরীতে লিজ ট্রাসের জয়ের ব্যবধান নিয়ে কিছু পরিসংখ্যান দিয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্য, ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি। তিনি জানান, কনজারভেটিভ পার্টির ৬০ হাজার ৩৯৯ জন সদস্যের ভোট পেয়েছেন সুনাক। আর ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬ ভোট। ভোট পড়েছে ৮২.৬ শতাংশ।

দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে চাপের মুখে থাকা বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হওয়ার পর শুরু হয় তার উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটি শেষ হয়েছে আগেই।

সোমবার (৫ সেপ্টেম্বর) যার ফল ঘোষণা হলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নির্বাচিত নতুন নেতা লিজ ট্রাসই যাচ্ছেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন