হোম রাজনীতি যার ভোট সে দেবে, কারচুপি হবে না: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করে বিদেশিদের দেখিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (২৭ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘আমরা বিদেশিদের দেখিয়ে দিতে চাই শেখ হাসিনা সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে। বিএনপি আসে নাই ঠিক। জনগণ ভোট দিতে এলে যার ভোট সে দেবে, কোনোভাবে কারচুপি করা হবে না।’

এ সময় মনোনয়ন বঞ্চিতদের নৌকার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে কাজ করতে চাই। যারা মনোনয়ন চেয়েছেন সবাই আমাদের বন্ধু, কেউ বিরূপ মন্তব্য বা শত্রুতা পোষণ করবেন না। সবাই ঘরের মানুষ। আমরা চাই সবাই একসঙ্গে কাজ করে নৌকাকে বিজয়ী করি। যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের শত্রু বিএনপি জামায়াত। তারাই আমাদের প্রতিপক্ষ।

তিনি এ সময় সাধারণ বোটকেন্দ্রমুকী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ মানুষকে ভোট কেন্দ্রমুখী করাই নেতাকর্মীদের বড় কাজ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে জয়ী করতে হবে।

নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন জানুয়ারি মাসের ৭ তারিখ। নির্বাচনকে বানচালের চেষ্টা চলছে। বিএনপি-জামায়াত ও বিদেশি শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। অবরোধ হরতালের নামে সাধারণ মানুষকে জিম্মি করা হচ্ছে।

তবে নির্বাচন যথা সময়ে হবে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন