হোম খুলনাযশোর যশোর -৬ (কেশবপুর) আসন: নৌকার প্রতিপক্ষ স্বতন্ত্র, প্রতিদ্বন্দ্বিতায়-৪

জয়দেব চক্রবত্তী, কেশবপুর (যশোর) :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৬ কেশবপুর আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন (কাঁচি),সাবেক ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক, সদ্য পদত্যাগ কারি জেলা পরিষদ সদস্য আজিজুল ইসলাম (ঈগল) ও জাতীয় পার্টি (এরশাদ) জি এম হাসান (লাঙ্গল) প্রতিক নিয়ে ভোট যুদ্ধে মাঠে আছেন। দিন যতো এগিয়ে আসছে ততোই প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়ে উঠছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহসভাপতি শাহাদাত হোসেন, যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ সহ যুবলীগ ও ছাত্র লীগের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের পক্ষে অবস্থান নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া মোটামুটি আওয়ামী লীগের সকল সেক্টর রয়েছেন নৌকা প্রতিকের পক্ষে।

অপরদিকে সাবেক ছাত্র লীগ নেতা ঈগল প্রতিকে একঝাঁক তারুণ্য রয়েছে। দিন যতো এগিয়ে আসছে ততোই নৌকার সাথে একই ঘরানার প্রতিদ্বন্দ্বিতা জোরালো হচ্ছে। লাঙল প্রতীকের প্রার্থী জি এম হাসান মনে করছেন, ক্ষমতাসীনদলের তিন জন হওয়ায় তার পোয়াবারো অবস্থা। কাকডাকা ভোর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে যশোর-৬ আসন গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে । নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করতে ৮১ টি ভোট কেন্দ্রে ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসাইন ও সহকারী রিটার্নিংকর্মকর্তা মোঃ তুহিন হোসেন সাংবাদিক দের বলেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভীতিমুক্ত ভোট হবে উৎসব মুখর পরিবেশে। উভয়ে সাংবাদিক দের সহযোগিতা কামনা সহ সাংবাদিক দের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন