জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর(যশোর)
মঙ্গলবার যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১লাখ ২৪ হাজার ২শ ৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে ভোটার রা ভোট প্রদান করেন।
নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো লক্ষণীয় । সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয় । ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ,র্যাব,বিজিবি ও আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করেন।
যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচনে প্রথমাবস্থায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান। করোনা ভাইরাসের কারনে ২৯ মার্চের নির্বাচন স্থগিত হওয়ার পর গত ৪ জুলাই নির্বাচন কমিশন পুণরায় ১৪ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। পর দিন বৈশিক মহামারি করোনা ভাইরাসের কারণে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষনা দেয় বিএনপি । কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন গঠিত।
এ আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১শ ২২ ও নারী ভোটার ১ লাখ ৮শ ৯৬ জন। ৭৯টি ভোট কেন্দ্রের ৩৭৪ টি ভোটকক্ষের দায়িত্ব পালন করেন ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারি প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার।
সহকারি রিটার্ণিং অফিসার বজলুর রহমান জানান,নির্বাচনে ১ লাখ ২৪ হাজার ২শ ৪ ভোট পেয়ে নৌকা প্রতিকের প্রার্থী শাহীন চাকলাদার বে সরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন।