জয়দেব চক্রবর্তী,কেশবপুর:
জাতীয় সংসদ ৯০ আসন যশোর-৬ এর উপ নির্বাচন আগামী ১৪ জুলাই । বৈষিণক মহামারি করোনা ভাইরাসের মধ্যে এ নির্বাচনকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেন না এ আসনের সাধারণ ভোটাররা। ভোটের কোন উত্তাপ নেই এ আসনে তিনজন প্রার্তী প্রতিদ্বন্ধিতায় অংশ নেন।
তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রর্থী কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত যশোর জেলা আওয়ামীলীওেগর সাধাপরণ সম্পাদক শাহীন চাকলাদার ও জাতীয় পার্টি (এরশাদ ) মনোনীত হাবিবুর রহমান।
২১ মার্চ নির্বাচন কমিশন করোনা ভাইরাসের কারনে এ আসনটির উপ নির্বাটন স্থগিত ঘোষনা দিলে মানুষ করেনা মোকাবেলায় গৃহবন্দি হয়ে পড়েন। বর্তমানে কেশবপুর পৌরসভার ২টি ওয়ার্ড ও কেশবপুর সদর ইউনিয়নের একটি ওয়ার্ডে রেড জোন ঘোষনা দিয়ে লকডাউন দেয়া হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে আগামি ১৪ জুলাই এ আসনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা দেয়।
বৈশিক মহামারির কারনে বিএনপি এ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। বর্তমান সময়ে ২ জন প্রর্থী মাঠে ময়দানে রয়েছেন তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার(নৌকা) ও জাতীয় পার্টি মনোনীত হাবিবুর রহমান(লাঙ্গল) ।
নির্বাচনে সাধারণ মানুষের ভিতর কোন উৎসাহ না থাকলেও স্ব স্ব প্রার্থীর কর্মী সমর্থকরা মাঠে ময়দানে রয়েছেন। তবে সকল প্রাতথীই নির্বাচনে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ ভোট প্রার্থনা করে চলেছেন। সাধারণ ভোটারদের ভিতর ভোট নিয়ে তেমন কোন মাথা ব্যাতঅ বা নির্বাচনে প্রার্থী নিয়ে কোন আরাপ চারিতা লক্ষ্য করা যায়নি। দুপুর ২ টার পর উপজেলা সদরে প্রচার মাইকং করতে দেখা গেছে।
পত্রিকায় নাম না প্রকাশের শর্তে সাধারণ ভোটরদের অভিমত মানুষ যেখানে করোনা ভাইরাসের কারনে স্বাভাবিক চলাফেরা করতে পারছে না সে মুহুর্ত্বে এ ভোট তাদেরকে আশাহত করেছে। অপর দিকে বুধবার দুপুরে তার নির্বচনী অফিসে দেয়া একান্ত সাক্ষাতকারে জাতীয় পার্টি সমর্তিত প্রার্তী হাবিবুর রহমান জনান, করোনা ভাইরাসের কারনে মানুষ নির্বাচনকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারে নি।
ভোটার রা কেন্দ্রে ভোট দিতে পারলে তিনি বিজয়ী হবেন। তিনি আরো জানান, কেশবপুরের ৩টি ওয়ার্ডে চলছে লকডাউন তার পরও নির্বাচনে তিনি কাজ করছেন। তিনি ভোটারদের মাঝে লিপলেট ও মাক্স বিতরণ করে চলেছেন। পাশাপাশি সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখার আহŸান জানিয়েছেন। তিনি ভ্টোারদের ভোট দেয়ার পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহŸান জানিয়েছেন।