হোম খুলনাযশোর যশোর-৫ (মনিরামপুর) আসন বিএনপি, জামায়াত, জমিয়ত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

যশোর-৫ (মনিরামপুর) আসন বিএনপি, জামায়াত, জমিয়ত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫ (মনিরামপুর) আসনে চার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র ক্রয়ের দিন থেকে আজ (সোমবার) পর্যন্ত চার প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান জানিয়েছেন। বিএনপি

সোমবার বিএনপি প্রার্থী এ্যাড. শহীদ ইকবাল হোসেনের পক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, নিস্তার ফারুক।

জামায়াত এর আগে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হকের পক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক আহসান হাবিব লিটন। জমিয়তে উলামায়ে ইসলাম গত ২১ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামানের কার্যালয় হতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী রশিদ আহমাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারন সম্পাদক প্রকৌশলী আযহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজেদ হোসেন স্বতন্ত্র

স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিকে সিটি হোটেল এন্ড রিসোর্টের কর্ণধার ব্যারিস্টার কামরুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন