মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুরে বিএনপির হাইকমান্ড যাকেই ধানেরশীষের প্রার্থী করবেন তার পক্ষেই সর্বোচ্চ কাজ করে বিজয়ী করার শপথ করলেন আটজন মনোনয়ন প্রত্যাশী। গতকাল রোববার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথসভায় জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্থিতিতে নেতাকর্মীদের সামনে আট প্রার্থী এ শপথ করেন। আর এ খবর প্রচার হলে গোটা মনিরামপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। জানাযায়, নেতৃত্ব নিয়ে দলের ভেতর দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দুইটি ধারায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ে। যার একটির নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এবং অপরটির ছিলেন সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা।কিন্তু সম্প্রতি মোহাম্মদ মুছার মৃত্যুতে দলের ভেতর বিভেদ কিছুটা হলেও কমতে শুরু করে। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলিয় মনোনয়ন নিয়ে আবারও দেখা দেয় দলের ভেতর মতানৈক্য। ইতিমধ্যে বিএনপির হাই কমান্ডের কাছে দলিয় মনোনয়ন প্রাপ্তির জন্য বিএনপির আট নেতা আবেদন করে এলাকায় প্রচার প্রচারনা শুরু করেন। ফলে হাই কামন্ড এ ব্যাপারে বেশ নড়েচড়ে বসেন। দলিয় সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গত সপ্তাহে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মনোনয়ন প্রত্যাশী আট নেতাকে তলব করেন। দীর্ঘ বৈঠকের পর তারেক রহমানের নির্দেশনা মেনে নিয়ে আট প্রার্থী একযোগে ধানেরশীষ প্রতীকের পক্ষে এলাকায় গণসংযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা আহ্বান করা হয়। বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় একে একে বক্তব্য রাখেন ইউনিয়ন ও পৌরসাভার ওয়ার্ডসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। তারা সবাই দাবি করেন দল যাকে প্রার্থী করবেন তার পক্ষেই সবাইকে কাজ করার। এ সময় নেতাকর্মীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন প্রত্যাশী আট নেতা একে একে প্রতিশ্রুতি ব্যক্ত করেন দল যাকে প্রার্থী করবেন তার পক্ষেই তারা কাজ করবেন। এরা হলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, যশোর আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, বিএনপির সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ মুছার ছেলে কামরুজ্জামান শাহিন। এ ছাড়াও সাবেক সংসদ সদস্য প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর স্ত্রী জাহানারা বেগম শারিরীক অসুস্থতার কারনে উপস্থিত না হলেও তিনি মোবাইল ফোনের মাধ্যমে সংহতি প্রকাশ করেন। এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদককে পাশে নিয়ে আট প্রার্থী একে অপরের হাত ধরে উচু করে নেতাকর্মীদের সামনে শপথ করেন দল যাকেই প্রার্থী করবেন তার পক্ষে সর্ব্বোচ্চ ভূমিকা নিয়ে ধানেরশীষের বিজয় তরান্বিত করার।
