যশোর অফিস :
যশোর মুক্ত দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়।
র্যালিতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনসহ মুক্তিযোদ্বা নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। এরপর ম্যুরালে কবুতর ও পায়রা উড়িয়ে দিবসটি উপলক্ষে গৃহিত কর্মসূচির সূচনা করেন।