হোম অন্যান্যসারাদেশ যশোর তিন কিশোর নিহতের সঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়েছে

যশোর তিন কিশোর নিহতের সঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়েছে

কর্তৃক
০ মন্তব্য 165 ভিউজ

যশোর অফিস :
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনীতে তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

এর আগে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য এই কমিটিকে তিনদিন সময় দেওয়া হয়েছিল। যা গতকালই শেষ হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আবুল লাইছ বলেন, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন।

তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু আদালতের কাছ থেকে এখনও এ ব্যাপারে কোন আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আজ আরও সাতদিন সময় চাওয়া হয়েছে। তবে তদন্ত কমিটির প্রধান ক্যামেরার সামনে কথা বলেননি।

এদিকে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ যেকোন সময় সমাজসেবা অধিদপ্তর ঢাকার মহাপরিচালকের কাছে জমা হতে পারে। তদন্তকমিটি সংশিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন