পরেশ দেবনাথ:
কেশবপুর উপজেলা সংলগ্ন মনিরামপুরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী-২৫) মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম-এর সভাপতিত্বে এবং যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাবলু রহমান, মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জি এম মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল করিম, লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার।
সমাবেশে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার, গুজব প্রতিরোধ, শিশু ও নারীর স্বাস্থ্য, নৈতিকতা ও সুশাসন বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
নারী সমাবেশে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারীসহ লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।