যশোর অফিস:
যশোরে এক হাজার ৭৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ দেওয়া হবে। এর মধ্যে আগামী ২৩ জানুয়ারি প্রথমধাপে ৬৬৬টি পরিবারকে ভূমি ও গৃহ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও জমি বুঝিয়ে দেবেন। আজ যশোর কালেক্টরেটের সভা কক্ষে জেলা প্রশাসক ড. তমিজুল ইসলাম খান এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান।
জেলা প্রশাসক ড. তমিজুল ইসলাম খান জানান, ২৩ জানুয়ারি সকাল ১০টায় জেলার আট উপজেলার ৬৬৬টি পরিবারকে জমি ও ঘর বুঝিয়ে দেবেন। এরমধ্যে সদর উপজেলায় ২৯০টি, বাঘারপাড়ায় ১৪টি, ঝিকরগাছায় ১৯টি, চৌগাছায় ২৫টি, মণিরামপুরে ১৯৯টি, অভয়নগরে ৫৭টি, কেশবপুরে ১২টি এবং শার্শায় ৫০টি পরিবার পুনর্বাসিত হবে। এসব ভূমিহীনদের জন্য দুই শতক জমি, দৃষ্টিনন্দন ইটের গাথুনি, রঙিন টিনের ছাউনি বিশিষ্ট দুই রুম বিষিষ্ট ঘর, রান্নাঘর, টয়লেট দেওয়া হবে। এতে প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।