হোম খুলনাযশোর যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‌্যালি ও আলোচনা

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‌্যালি ও আলোচনা

কর্তৃক Editor
০ মন্তব্য 6 ভিউজ

যশোর প্রতিনিধি:
স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করতে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) যশোরে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের আইটি পার্কে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংক যশোর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ট্রাস্ট ব্যাংক ঢাকার ডিএমডি ও সিআরও আখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালন রূপ রতন পাইন।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান।

সভায় অতিথিরা স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন