যশোর অফিস :
যশোরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোর টাউন হল মাঠে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে র্যালিটি উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। র্যালিটি টাউন হল মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক যশোর এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনোয়ার হোসেনসহ অন্যন্যারা।
