হোম রাজনীতি যশোরে মিছিল থেকে ২ বিএনপি নেতা আটক

রাজনীতি ডেস্ক:

বিএনপির তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) যশোরে নিরুত্তাপ পরিবেশ বিরাজ করছে। তবে অবরোধের পক্ষে মিছিল করায় সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ও চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব।

এদিকে অবরোধের কারণে ভোর থেকেই যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ের কোনো বাস ছেড়ে যায়নি। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদেরও উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

তবে পরিবহন শ্রমিকরা জানান, যাত্রী না থাকায় তারা বাস ছাড়তে পারছেন না। বাস ছাড়লেও লোকসান গুনতে হচ্ছে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, অবরোধকারীরা যশোরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেননি। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তবে বিক্ষিপ্তভাবে মিছিল করার সময় যশোর ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি এলাকা থেকে হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ও চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেবকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি সড়কে সর্তক অবস্থানে রয়েছে র‍্যাব-পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন