যশোর অফিস :
প্রায় দুই মাস পর যশোরের মার্কেট খোলা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে জেলা প্রশাসন মার্কেটগুলো খুলে দেয়। এর আগে শনিবার বিকালে যশোরের ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে মার্কেটগুলো খোলার সিদ্ধান্ত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকবে।
এদিকে, মার্কেট খোলায় সকাল থেকে শহরের লোকে-লোকারণ্য হয়ে গেছে। দীর্ঘদিন পর শহরে আবারও যানজট লেগেছে। মানুষের মধ্যে করোনার আতঙ্ক নেই বললেই চলে। শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা থেকে চৌরাস্তা পর্যন্ত যানজট দেখা গেছে।
এছাড়া অনেক দিন পর মার্কেট খোলার কারণে ব্যবসায়ী-কর্মচারীসহ ক্রেতাদের আগমন ঘটেছে। কেউ কিনতে কেউ বিক্রি করতে এসেছে। মার্কেটে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে, কাপড় ও জুতার দোকানে।