হোম খুলনাযশোর যশোরে বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ সহায়তা বিষয়ক সেমিনার

যশোরে বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ সহায়তা বিষয়ক সেমিনার

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

যশোর প্রতিনিধি:
বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ সহায়তা বিষয়ক সেমিনার হয়েছে যশোরে। আজ রোবার দুপুরে যশোর ওয়েলফেয়ার সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন। যশোর ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবু আহসান মোহাম্মদ সাঈদ, জেনিফা আক্তারসহ যশোরের বিভিন্ন এনজিও কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণদান কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন