হোম অন্যান্যসারাদেশ যশোরে বিএনপি অফিস ও নেতাদের বাড়িতে তান্ডব

যশোরে বিএনপি অফিস ও নেতাদের বাড়িতে তান্ডব

কর্তৃক Editor
০ মন্তব্য 185 ভিউজ

যশোর অফিস :

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ২৪ ঘন্টা আগেই মধ্যরাতে জেলা বিএনপি কার্যালয়সহ দলের বেশ কয়েক সিনিয়র নেতার বাড়িতে তান্ডব চালিয়েছে শাসক দলের আশ্রিত সন্ত্রাসীরা। আর এ অভিযোগ করেছেন বিএনপির নেতারা। শনিবার দিনগত রাত একটার পরপরই সিরিজ এই হামলা শুরু হয়। হামলার খবর পুলিশকে দেওয়া হলেও তারা কোনো ভূমিকা রাখেনি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

বিএনপি নেতাদের অভিযোগ, সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে পরখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। পযমনটি ঘটানো হয়েছিল গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, অজ্ঞাত ২০-২৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও কারযোগে তার উপশহর বি-বকের বাড়ির সামনে আসে। ওই সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং উপর্যুপরি ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভেঙে ফেলে। তাদের ছোড়া ইট ঘরের মধ্যেও চলে আসে। এসময় স্ত্রী-সন্তান নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তিনি।

ওই রাতে দলের দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের বাড়ি, জেলা কার্যালয়, সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক কাউন্সিলর জেলা বিএনপির অহভায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুলের বাড়িতে হামলা চালানো হয় বলে জানান সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, ‘হামলা চলাকালে কোতয়ালী থানার ওসিকে দুই দফা ফোন করি। কিন্তু তিনি রিসিভ করেননি।’

রাত তিনটার কিছু সময় আগে মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়িতে হামলা করা হয়। দুটি কার ও ১০-১২টি মোটরসাইকেলযোগে এসে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করা ছাড়াও ভোট করার মজা বুঝিয়ে দেওয়ার হুমকি দেয়।
বাচ্চু জানান, বিষয়টি দলের জেলা যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন কোতয়ালী থানার ওসিকে ফোনে জানিয়েছেন। ওসি তাকে বলেছেন, ‘আমাদের টিম মাঠে কাজ করছে।’
দেলোয়ার হোসেন খোকন জানান, রাত আড়াইটার দিকে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আসে। ওই সময় ভেতরে ভোটের পোস্টার বাধার কাজ করছিল কর্মীরা।

দুর্বৃত্তরা দরজা লাথি মেরে ছিটকিনি ভেঙে ভেতরে ঢুকে কর্মীদের মারপিট ও ভাঙচুর করে। এরপর নির্বাচনের জন্য রাখা ভোটারতালিকাসহ আনুষঙ্গিক কাগজপত্র ও নির্বাচনী মালামাল একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা দলীয় কার্যালয়ের দরজায় নতুন তালা ঝুলিয়ে দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন