যশোর অফিস :
যশোরে বাড়ির ছাদে বজ্রপাতে শিমুল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদা জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিমুল হোসেন একই এলাকার মৃত মোদাচ্ছের মাস্টারের ছেলে।
নিহত শিমুলের ভাই সালাম হোসেন জানান, সন্ধ্যায় বৃষ্টির সময়ে শিমুল ছাতা নিয়ে বাড়ির ছাদে উঠে। এমন সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা.আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসলিম আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।