হোম অন্যান্যলিড নিউজ যশোরে জুন মাসে ৭ খুন

যশোরে জুন মাসে ৭ খুন

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

যশোর অফিস :

করোনা সংকটের মধ্যেই যশোর জেলায় জুন মাসে অন্তত সাতটি খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকান্ডের তিনটিতে আপন ভাই, একটিতে স্বামী জড়িত। বাকি তিনটিতে ইভটিজিং, পরকীয়া, অপহরণের পর মুক্তিপণের দাবিতে খুন করা হয়েছে। সবচেয়ে বেশি বাঘারপাড়া উপজেলায় তিনটি খুন হয়েছে। সামাজিক ও পারিবারিক অস্থিরতার কারণে এইসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সবকয়টি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও রহস্য উদঘাটন করেছে পুলিশ।

জানা যায়, ৩০ জুন কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে খুন কাওছার আলী মোড় (৫৫)। তিনি ওই গ্রামের মৃত তালেব উল্লাহ মোড়লের ছেলে। একই দিন বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামের পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন বিপুল হোসেন (৩০) নামে এক যুবক। তিনি ওই গ্রামের হরমুজ আলীর ছেলে। ২৬ জুন সদর উপজেলার দিয়াপাড়া গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) খুন হন।

২৮ জুন বাঘারপাড়া উপজেলার হাসপাতাল গেটে এক নারীকে উত্ত্যক্ত করায় রিপন হোসেন (৩০) নামে এক মাইক্রোবাস চালককে ছুরি মেরে হত্যা করে ওই নারীর স্বামী বরকতুল্লাহ। ১৬ জুন বাঘারপাড়া উপজেলার জহুরপুরে একটি ইটভাটায় স্বামীর হাতে খুন হন রাজিয়া খাতুন (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। সাবেক স্বামীর সঙ্গে কথা বলায় তাকে খুন করে বর্তমান স্বামী শহিদ বিশ্বাস।

৫ জুন চৌগাছা উপজেলার বেড়গোন্দিপুর বাঁওড় সংলগ্ন মুলিখালি বাঁওড় এলাকা থেকে অপহৃত যুবক বিপুল হোসেনের (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামের শামছুল মেম্বারের ছেলে। পরকীয়া প্রেমিকার ছেলে ও জামাই তাকে অপহরণ করে হত্যার পর বস্তাবন্দি করে লাশ ফেলে দেয়।

৪ জুন অভয়নগর উপজেলার পুড়াখালী বাঁওড় থেকে কলেজছাত্র নুরুজ্জামান বাবুর (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পুড়াখালী গ্রামের ইমরান গাজীর ছেলে ও ধোপাদী এসএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে খুন করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, তিন হত্যাকান্ড বিচ্ছিন্ন ঘটনা। প্রত্যেকটি খুনের ঘটনা ডিটেক্ট করা হয়েছে। আসামিরা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। খুব শিগগির চার্জশিট দেওয়া হবে।

এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, অন্য সময়ের তুলনায় জুন মাসে হত্যাকান্ড খুব বেশি না। এর চেয়ে বেশি খুনের নজির আছে। আমরা প্রত্যেকটি হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কারণ অনুসন্ধান করতে সক্ষম হয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন