যশোর অফিস :
মুজিববর্ষ উপলক্ষে যশোরে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ যশোর সদর উপজেলার আবদুল বারী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহিত কুমার নাথ। কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সভাপতি সুজন কুমার সাহা।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক বোস, শহর যুবলীগের সদস্য শুভ চক্রবর্তী মিন্টু, জেলা পূজা পরিষদের সাবেক সদস্য পবিত্র সাহা, পৌর যুবলীগের কার্যকারী সদস্য জয়দেব নাথ, ছাত্র-যুব ঐক্য পরিষদ সদর উপজেলা সভাপতি তাপস পোদ্দার, সাংগঠনিক সম্পাদক অমিত সাহা, পৌর শাখার সাধারণ সম্পাদক সুব্রত সাহা, সদস্য সুমন বিশ্বাস, সুমিত সাহা, সজীব পাল, অনয় সাহা, সাগর বিশ্বাস, দেবাশীষ দে দেবা, স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, লিটন বিশ্বাস, মেহেদী হাসান ফারুক, ইমামুল ইসলাম ময়না, অপিসহ অত্র স্কুলের শিক্ষক ও কর্মচারীরা।